Love Death + Robots সিজন ৩ নিয়ে তাৎক্ষনিক রিভিউ



Love Death + Robots জমিয়ে জমিয়ে দেখবো চিন্তা করেও পারলাম না। নয়টা এপিসোড দেখে শেষ করে ফেললাম সারাদিনে। এর আগের সিজন থেকে এবারেরটা নি:সন্দেহে ভাল হয়েছে।

রেটিং করে ফেলি পর্বগুলোর:
বেস্ট: Bad Travelling, Swarm, In Vaulted Halls Entombed, Jibaro
এ চারটা এপিসোডের মধ্যে কোনটাকে আগে রাখবো সেটা বাছাই করা ডিফিকাল্ট-চারটাতেই হরর এলিমেন্ট দারুণ ভাবে আছে। Jibaro ‘র মেকিং অনবদ্য, সবচেয়ে আলোচিত হবে সেটা আন্দাজ করা যায় । In Vaulted Halls Entombed লাভক্রাফটিয়ান বা কসমিক হরর বলা যায়-এটা যথেষ্ট ক্রিপি। Bad Travelling এর গল্প খুবই ভাল এবং এটাকেও লাভক্রাফটিয়ান জনরায় রাখা যায়, Swarm এ বেশ পুরান একটা কনসেপ্টকে নতুনভাবে দেখানো হইছে।
গুড: The Very Pulse of the machine, Kill team Kill, Mason's Rat
The Very Pulse of the machine ভিজুয়্যালি অসাধারণ-কনসেপ্টটাও বেশ নতুন। Kill team Kill নাইনটিজের অ্যানিমেশনের মত করে বানানো-গল্পও ভাল। Mason's Rat দেখে একটু চমকালাম-কনসেপ্টটা আমার ’খরগোশকে মারো’ গল্পের সাথে কিছুটা মেলে। যেহেতু দ্বিতীয়টা আগে প্রকাশিত হয়েছে তাই আমাকে দোষ দেয়ার সুযোগ নাই। 😎

ব্যাড: three Robots এবং Night of the Mini Dead
এই দুটো খুব একটা পছন্দ হয় নাই। এই সিরিজটাতে কিছু ফানি এপিসোড রাখতে গিয়ে এর ওয়েটটা কমানো হইছে, আগের সিজনেও তাই ছিল।

No comments:

Post a Comment